বাড়িতে এই ৫ জিনিস রাখলেই জলের মতো বেরিয়ে যাবে টাকা!

বাড়িতে যদি এমন কোনও চাবি থাকে যার তালা নেই, তা হলে সেটি না রেখে দেওয়াই ভাল।

বহু দিন ব্যবহার হয় বা নষ্ট হয়ে গিয়েছে, এমন ধরনের স্লিপার বা জুতো বাড়িতে না রাখাই ভাল।\

ভাঙা বাসনপত্র বাড়িতে ভুলেও রাখা উচিন নয়। এই ধরনের জিনিসপত্র দারিদ্র ডেকে আনে।

টাকাপয়সার অভাব দেখা যায়।

জং ধরে যাওয়া লোহা বাড়িতে রাখা কখনওই উচিত নয়।

বাড়িতে জং ধরা কোনও লোহার জিনিস থাকলে তা তৎক্ষণাৎ বর্জন করা দরকার।

না হলে চরম অনটন দেখা দিতে পারে।

বাড়িতে যদি এমন বন্ধ ঘড়ি থাকে যা সারাই করা সম্ভব নয়, তা হলে সেটি বাড়িতে না রাখাই ভাল। আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন