চাকরি হচ্ছে না?..লাল জবা দিয়ে করুন এই কাজ

চাকরি হচ্ছে না?..লাল জবা দিয়ে করুন এই কাজ

আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বাস্তুশাস্ত্রে একাধিক উপায় উল্লিখিত রয়েছে৷ তার মধ্যে লাল জবা ফুলের মাধ্যমে সমস্যার প্রতিকারের চেষ্টা করা অন্যতম৷ 

জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয়৷ লাল জবা ছাড়া মায়ের পুজো সম্পন্নই হয় না৷

পণ্ডিতেরা বলেন, জবা ফুল মা লক্ষ্মীরও প্রিয়৷ হনুমানজির পুজোতেও লাল ফুল ব্যবহার করা হয়৷

বাস্তুশাস্ত্রবিদেরা বলেন, বাড়িতে জবা ফুলের গাছ থাকা অত্যন্ত শুভ৷ এতে প্রসন্ন হন মা লক্ষ্মী৷ বাড়িতে কোনও দিন আর্থিক সঙ্কট দেখা দেয় না৷

বিয়েতে বারবার বাধা? এর কারণ জাতকের মঙ্গল দোষ হতে পারে৷ আবার মঙ্গল দুর্বল হলে বিবাহিত জীবনেও সমস্যা দেখা দিতে পারে৷

সেক্ষেত্রে, বাড়িতে জবা গাছ পুঁতে নিয়মিত তার যত্ন করলে সুফল মিলতে পারে৷

চাকরিতে বা ব্যবসায় সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন৷ ভোর বেলা স্নান করে শুদ্ধ হয়ে একটি তাম্র পাত্রে গঙ্গার জল নিন৷

তারপর তাতে একটি জবা ফুল রাখুন৷ এরপর ওই জল সূর্যদেবকে নিবেদন করুন৷ এতে কেরিয়ারের পথে আসা যাবতীয় বাধা দূর হয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন