তুলসির কাছে এই গাছ লাগাবেন না
শাস্ত্র মতে তুলসী গাছের বিরাট গুরুত্ব রয়েছে।
প্রায় প্রতিটি বাড়িতেই তুলসি গাছের দেখা মেলে।
শাস্ত্র অনুসারে তুলসী গাছ লাগানোর সময় অনেক সতর্কতা অবলম্বন করা উচিত।
ভোপালের বাসিন্দা জ্যোতিষাচার্য বিনোদ সোনি পোদ্দার এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন
তুলসি গাছের কাছে কখনই ক্যাকটাস গাছ লাগাবেন না।
ক্যাকটাস গাছ লাগানো খুবই অশুভ বলে মনে করা হয়।
শাস্ত্র মতে, ক্যাকটাসকে রাহুর প্রতীক মনে করা হয়।
তুলসি গাছের কাছে লাগালে ঘরে নেতিবাচকতা আসে।
শুধু ক্যাকটাস গাছ নয়, তুলসি গাছের কাছে কোনো কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন