জ্যোতিষী এবং বিজ্ঞানীদের মতে, বসে বসে পা নাড়ানোকে খারাপ অভ্যাস ও অশুভ বলে মনে করা হয়।
এটি সরাসরি ব্যক্তির স্বাস্থ্য এবং সম্পদের সঙ্গে সম্পর্কিত।
শাস্ত্র মতে, উঁচু খাট, চেয়ার, বিছানায় বসে বা শুয়ে পা নাড়ালে গ্রহে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে পড়ে।
এতে চন্দ্রের অশুভ প্রভাবে মানসিক চাপ শুরু হতে পারে। ব্যক্তি কোনও কাজেই শান্তি পায় না। পরবর্তী কালে স্বাস্থ্য বা আর্থিক সংকটে ভোগার সম্ভাবনা তৈরি হয়। টাকা বেরিয়ে যেতে থাকে জলের মতো।
পরবর্তী কালে স্বাস্থ্য বা আর্থিক সংকটে ভোগার সম্ভাবনা তৈরি হয়। টাকা বেরিয়ে যেতে থাকে জলের মতো।
বড়রা তাই জন্যই খাওয়ার সময় টেবিলে বসে পা নাড়াতে বারণ করেন।
এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং পুরো পরিবারকে অর্থ ও খাবারের অভাবে ভুগতে হয়।
কথিত, উপাসনায় বসে পা নাড়ালে উপবাস নিষ্ফল হয়। এই অভ্যাস মানসিক ক্ষমতা কমিয়ে দেয়।
এমনকি বিজ্ঞানেও পা দোলানোকে স্বাস্থ্যের জন্য খারাপ বলে মনে করা হয়।
চিকিৎসা বিজ্ঞানে পা নড়াচড়ার অভ্যাসকে রেস্টলেস লেগস সিনড্রোম বলা হয়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।