শুতে যাওয়ার সময় মোটেই ভুল নয়! কোন দিকে মাথা ও পা করে শোবেন? ভুল করলের বড় মূল্য চোকাতে হবে
বাস্তুশাস্ত্র মতে প্রতিটি মানুষেরই ঘুমানোর একটি নির্দিষ্ট আছে ৷ কোন মানুষ ঠিক কোন দিকে মাথা করে ঘুমাবেন তার উপরে অনেক কিছুই নির্ভর করে ৷
কিন্তু বেশ কিছু সময়ে ভুল ভাবে ঘুমানোর অভ্যাস সমস্যা সৃষ্টি করতে পারে ৷
তাই সঠিক ভাবে ঘুমানো উচিৎ নইলে বিপদে পড়তে হবে ৷ ভুল দিকে মুখ করে ঘুমালে সমস্যায় পড়তে পারেন ৷
বাস্তুশাস্ত্র মতে বারেবারে বর্ণিত আছে ঠিক কোনদিকে মাথা করে ঘুমাবেন, কোনদিকেই বা পা থাকবে ৷
ভুল দিকে পা করে ঘুমালে শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে ৷ এবার দেখে নেওয়া যাক ঠিক কোনদিকে পা করে শোয়াটা অশুভ বলেই মনে করা হয় ৷
বাস্তুশাস্ত্র মতে কোনও মানুষের দক্ষিণ দিকে পা করে শোয়া উচিৎ নয় ৷ কেননা দক্ষিণ দিকে যমদূত, যম বা নেতিবাচক শক্তির দিক বলে মনে করা হয় ৷
তাই এই দিকে পা করে শোয়া মোটেই ঠিক নয় ৷ এছাড়াও পূর্বদিকে পা করে শোয়া যায়না ৷
পূর্বদিকে সূর্যোদয় হয় তাই পূর্বদিকে পা রাখা যায়না এতে নেতিবাচক প্রভাব ফেলে ৷
আবার পূর্ব বা দক্ষিণ দিকে পা করে শুলেও সেটি অত্যন্ত খারাপ বলে মনে হয় ৷ নেতিবাচক শক্তি ভরে ওঠে জীবনে ৷
ভয়ের স্বপ্ন দেখেন ৷ জীবনে নিরাশার জন্ম নেয় ৷ এই কারণেই এই দিশায় পা করে মোটেই শোয়া উচিৎ নয়
বাস্তু মতে উত্তর দিকে মাথা করে শোয়া উচিৎ এতে সংসারের মঙ্গল হয় ৷ এরফলে বাড়িতে সুখ, সমৃদ্ধি ভরে ওঠে ৷
শান্তি, ধনলাভ, শান্তি, সমৃদ্ধি, প্রতিষ্ঠিত হবে ৷ অন্যদিকে পূর্বদিকে মাথা করে ঘুমালে জীবনে শক্তি প্রতিষ্ঠিত হয় ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেন ৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন