এই দিনে ও তিথিতে তুলসিপাতা তুলবেন না

বাড়িতে তুলসিমঞ্চ থাকলে কেটে যায় নানা বিঘ্ন। দূর হয় বাস্তুদোষ।

তুলসিগাছের প্রভাবে কেটে যায় বিবাহের পথে বাধা। সুখী হয় বিবাহিত জীবন।

তুলসিগাছ বাড়িতে রাখার ক্ষেত্রে কিছু নিয়ম মনে রাখতে হবে। না হলে কিন্তু হিতে বিপরীত হবে।

গৃহস্থের বাড়ির উত্তর কোণে তুলসিগাছ রাখা শুভ।

রবিবার তুলসিগাছে জল দেবেন না।

মহাদেব, গণপতি এবং ভৈরবের উদ্দেশে কোনওদিন তুলসিপাতা নিবেদন করবেন না।

কোনওদিন সন্ধ্যায় তুলসিপাতা তুলবেন না।

রবিবার, একাদশী, দ্বাদশী এবং সংক্রান্তি তিথিতে তুলসিগাছে হাত দেবেন না।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন