ধনী হওয়ার স্বপ্ন কে দেখে না! তবে বাস্তব হল, এই দুনিয়ায় সবাই তো আর ধনী হতে পারে না!
তবে কিছু মানুষ কখনওই ধনী হতে পারে না। বলছে চাণক্য নীতি।
বেইমানি করে উপার্জিত টাকা বেশিদিন কারও কাছে থাকে না। বলছে চাণক্য নীতি।
সকাল থেকে রাত পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দেওয়া অলস ব্যক্তি কখনও ধনী হতে পারে না।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, সে ধনী হতে পারে না। বলেছেন চাণক্য।
কড়া কথা শোনানো ব্যক্তি কখনও বিত্তবান হতে পারে না। বলছে চাণক্য নীতি।
প্রয়োজনের থেকে খাবার গ্রহণ করা ব্যক্তি কখনও সুস্থ থাকে না।
অপরিষ্কার পোশাক পরা ব্যক্তির মধ্যে কখনও আত্মবিশ্বাস থাকে না। বলেছেন চাণক্য।
দান করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। বলেছেন চাণক্য।
চাণক্য আরও বলে গিয়েছেন, নিজের সাধ্যের মধ্যেই যে কোনও মানুষের দান করা উচিৎ।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন