৩০ বছর বাদে শনির চালে ভাগ্য বদল তিন রাশির!

Published by  Salmali Das                   26-10-2025

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বেশ কিছু গ্রহই কিছু সময় অন্তর নিজের চাল বদলায়।

আর এই চাল বদলের সঙ্গে সঙ্গেই তাদের প্রভাব পড়ে দেশ দুনিয়া তথা বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই।

তেমনই এই বছরের শেষে কর্মফলদাতা শনি মীন রাশিতে বক্রী অবস্থায় বিরাজমান রয়েছেন। এমন অবস্থায় নভেম্বরে তিনি মার্গী হবেন।

More Stories.

৭ দিনেই ‘কুচকুচে’ কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু ‘এই’ নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল…

ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

ফলে এই বছরের শেষে ভাগ্য খুলবে বেশ কিছু রাশির।

এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, প্রমোশন থেকে ইনকাম প্রতিটি ক্ষেত্রেই ভাল ফল করতে পারে বেশ কিছু রাশি। প্রতিটি রাশির জীবনেই আসতে পারে দারুণ ফল।

মকর রাশি- আপনাদের জন্য শনিদেবের মার্গী শুভ হতে চলেছে। এই সময় শনিদেবের রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। 

মিথুন রাশি- এই সময় আপনাদের জন্য দারুণ কাটতে চলেছে। এই সময় শনিদেবের কৃপায় আপনার কারবার থেকে ব্যবসা ভাল কাটবে। 

তুলা রাশি- শনিদেবের মার্গীর ফলে তুলা রাশি অনুকূল হতে চলেছে। এই সময় শনিদেব আপনার রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় আপনি সম্পত্তি কিনতে পারবেন।

(Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

তেঁতো বলে নাক সিঁটকাচ্ছেন? ‘অলৌকিক’ সবজি! এই ‘আনাজ’ বধ করে সব রোগের বাড়বাড়ন্ত

পড়তে ক্লিক করুন