Marriage Astro Tips: বিয়ে বাড়ির কাছে হবে না দূরে! হাতেই লুকিয়ে আছে বিশাল রেখা, মুহূর্তেই বলে দেবে ভাগ্য

Marriage Astro Tips: হাত বিভিন্ন ধরনের রেখা থাকে, তা নিয়ে ব্যাখ্যাও থাকে নানান ধরনের ৷ 

Marriage Astro Tips: ভাগ্য রেখা মঙ্গল রেখার সঙ্গে সঙ্গে আরও অনেক রেখা থাকে ৷ কোথাও দ্বিমুখী কোথাও দ্বিপার্শ্বমুখী রেখা জীবনে ব্যাপক প্রভাব ফেলে ৷

Marriage Astro Tips: হাতের রেখায় অনেক কিছুই বলে দেয় ৷ ভবিষ্যতের নানান ঘটনার ইঙ্গিত দেয় আগের থেকেই ৷ 

Marriage Astro Tips: হস্তশাস্ত্র মতে হাতের আকৃতি, তালুর রেখা, ইত্যাদির মাধ্যমেই জানতে পারা যায় কেমন হবে 

Marriage Astro Tips: ধন দৌলত, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আয়ু ইত্যাদি বলে দিতে পারে ৷ এছাড়াও এমন সত্য প্রকাশ্যে আসে যেই সত্যের কথা অনেক আগে থেকে জানলে কিছুটা হলেও সতর্ক থাকা সম্ভব ৷ 

Marriage Astro Tips: আয়ুরেখার নীচের কাটা রেখাগুলি বলে দেয় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি ৷

Marriage Astro Tips:  জীবনরেখা দুটি শাখাতে বিভক্তি যেখানে জীবন-মৃত্যুর দিক নির্দেশ থাকে, অন্যদিকে থাকে বিবাহ সংক্রান্ত নানান তথ্য ৷ 

Marriage Astro Tips: জীবন রেখার একটি থেকে দূরবর্তী ও প্রসারিত ৷ যা ব্যক্তির বিয়ে দূরের কোনও জায়গায় হতে পারে এমন সম্ভাবনার নির্দেশ দেয় ৷ 

Marriage Astro Tips: নানান ধরনের বা নতুন সংস্কৃতি বা ভিন্ন সংস্কৃতির সঙ্গে মিলমিশ হতে পারে এই বিষয়েও দিক নির্দেশ করে ৷

Marriage Astro Tips: ঠিক একই ভাবে হাতের আভ্যন্তরীণ দিকে রেখাটি প্রসারিত হয় সেক্ষেত্রে বলা যেতে পারে বাড়ির কাছাকাছি বিয়ে হবে, এমনকী জীবিকার বাড়ির কাছাকাছিই

Marriage Astro Tips: যদি হাতের সেই লাইন ও হেডলাইন আলাদা হয় সেক্ষেত্রে মানুষেরা নিজের কাজ করে ৷

Marriage Astro Tips: এই ধরনের মানুষেরা নিজের কাজ স্বাধীন ভাবে করেন ৷ নিজের কাজে কারোর নাক গলানো বা হস্তক্ষেপ করেন না ৷ 

Marriage Astro Tips: সামাজিক ছোট ঘেরাটোপ বা সামাজিক স্বল্প বৃত্তের মধ্যেই আবদ্ধ থাকেন ৷ 

Marriage Astro Tips: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন