মানুষের মুখমণ্ডলে ভ্রু-যুগলের ভূমিকা গুরুত্বপূর্ণ। মহিলারা বিশেষ করে ভ্রু নিয়ে চিন্তিত। 

কারও কারও জোড়া ভুরু থাকে। অনেকেই পার্লারে গিয়ে দু’টি ভ্রুর মধ্যবর্তী চুল তুলে নেন। 

কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে জোড়া ভ্রুর পিছনেও একটি অর্থ রয়েছে। 

কথিত, দু’টি ভ্রু জুড়ে থাকা কারও জন্য ভাল, আবার কারও জন্য অশুভ।

জ্যোতিষশাস্ত্র মতে, মেয়েদের জোড়া ভ্রু রাখা ভাল। যে মেয়েদের ভ্রু জোড়া থাকে, তাঁরা নাকি ভাগ্যবান। 

এই ধরনের ভ্রু যাদের আছে, সেই মেয়েরা নাকি স্বামীর ঘরে সৌভাগ্য নিয়ে আসেন।

কিন্তু পুরুষদের ক্ষেত্রে জোড়া ভুরু থাকলে নাকি তাঁদের জীবনে সমস্যা দেখা দেয়।

জ্যোতিষশাস্ত্র মতে, একের পর এক অসুবিধা আসবে তাঁদের জীবনে।

জোড়া ভ্রু থাকলে পুরুষদের যে কোনও কাজে অসুবিধা আসে। সম্ভব হলে মাঝখানের ভ্রু তুলে ফেলাই ভাল।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন