কোন সময় ঘর ঝাঁট দেওয়া অশুভ? 

ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি 

তার জন্য অনেকেই বারবার ঘর ঝাড়ামোছা করতে থাকেন

শাস্ত্র এবং বাস্তু অনুযায়ী ঝাঁট দেওয়ার নির্দিষ্ট নিয়ম এবং সময় রয়েছে

বাস্তু বিশারদরা বলেন ঝাঁটা সঠিকভাবে না রাখলে লক্ষ্মী রুষ্ট হতে পারেন 

ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয়

অনেকেই ঘর ঝাঁট দিয়ে আবর্জনা বাইরে ফেলে দেন, যা অশুভ নয়। এতে আর্থিক ক্ষতি হয়। 

নিয়ম মেনে ঘর ঝাঁট দিলে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়

সূর্যাস্তের পর কখনওই ঘর ঝাঁট দেওয়া উচিত নয়, এতে দারিদ্র্য ঘিরে ধরে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

কুম্ভ ও মিথুন রাশির জাতক-জাতিকারা সব দিক সামলে চলার ক্ষমতা রাখেন।