মাত্র ১১টি তুলসী পাতা! সামান্য উপাচারেই পূর্ণ হবে মনোবাঞ্ছা! কী কী করতে হবে জেনে নিন এখনই
প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে ১১টি পাতা তুলে নিন। তারপর ভাল করে ধুয়ে নিন সেই তুলসী পাতা৷ তারপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভাল করে মিশিয়ে নিন৷
তারপরে সেই মিশ্রণ দিয়ে ওই ১১টি তুলসী পাতায় লিখুন রামের নাম৷ তারপরে তা অর্পণ করুন বজরঙ্গবলীর চরণে৷ ঈশ্বরের কাছে জানান আপনার মনের ইচ্ছের কথা।
ঘরে অশান্তির পরিবেশ থাকলে তুলসীর চার-পাঁচটি পাতা গাছ থেকে তুলে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি পিতলের পাত্র বা যে কোনও শুদ্ধ পাত্রে গঙ্গাজল নিন৷
তাতে ফেলে দিন ওই ধুয়ে রাখা তুলসী পাতা৷ প্রতিদিন স্নান করার পরে এই জল ঘরের প্রতিটি দরজায় ছিটিয়ে দিন। এতে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় এবং ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি অধিষ্ঠান করে।
আর্থিক সংকটের সম্মুখীন হলেও তা প্রতিকার করতে পারে তুলসী পাতা৷
তুলসী পাতা একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনার বাড়ির টাকার জায়গায় রাখুন৷ আপনার মানিব্যাগেও রাখতে পারেন।
সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য়েও রয়েছে তুলসীর বিশেষ উপাচার৷ একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং এতে এক চিমটে হলুদ দিয়ে দিন৷ সন্ধেবেলা তুলসীমঞ্চ বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বালান।
বাড়ির উত্তর দিকে তুলসীর শিকড়ের ঠিক কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেস্তে যাওয়া কাজ দ্রুত পূরণ হতে শুরু করে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন