কখনও ভেবে দেখেছেন জিনসে ছোট পকেট কেন থাকে?

Published by  Ratnadeep Ray                   23-11-2025

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, কেন একটি জিন্সের ডান পকেটের উপরে একটি ছোট পকেট থাকে?

ছোট পকেটের জন্য ঐতিহাসিক ব্যাখ্যা ডেনিম নির্মাতাদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। 

তবে কেন ওই ছোট পকেট থাকে, তা নিয়ে একটি মত প্রচলিত রয়েছে।

বিশ্বাস করা হয়, এই ছোট পকেটটি মূলত একটি পকেট ঘড়ি রাখার জন্য ডিজাইন করা হয়েছিল।

More Stories.

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ দুই তারকা! বদলাচ্ছে অধিনায়ক,সুযোগ পাবেন নতুনরা

ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি

চালকের হার্ট অ্যাটাকের জেরে দুর্ঘটনা! ডিভাইডার টপকে পর পর গাড়িতে ধাক্কা, মৃত ৪, আহত অনেকে

১৯ শতকে, যখন জিন্স প্রথমিক ভাবে ডিজাইন করা শুরু হয়েছিল, তখনও হাতঘড়ির ব্যবহার সেভাবে প্রচলিত ছিল না।

আজ, পকেট ঘড়ির ব্যবহার আর নেই, মোবাইলেই চলে এসেছে ঘড়ি, সেই সঙ্গে বেড়েছে স্মার্টওয়াচের ব্যবহার।

তবুও ঐতিহ্যের কথা ভেবে টিকে আছে জিনসের ছোট পকেটটি। 

তখন সময় জানার জন্য ছোট পকেট ঘড়ির ব্যবহার করতেন সাধারণ মানুষ।

সেই ঘড়িটিকে নিরাপদে রাখার জন্যই জিনসের ছোট পকেট ডিজাইন করা হয়।