ভাতের ফ্যানের ইংরেজি জানেন?

ভারতীয়দের প্রধান খাদ্য ভাত ৷ এই ভাতের বিকল্প নেই ৷

প্রচলিত একটি কথাই আছে পিসি বলো, মাসি বলো, মায়ের সমান নয়, রুটি বলো মুড়ি বলো ভাতের সমান নয় ৷

আসলে প্রবাদ তো প্রবাদই হয়, তবুও বাঙালিদের প্রধান খাদ্যই ভাত ৷ 

অন্য ভাষাভাষি মানুষদের কাছে ভাতের পাশাপাশি রুটিও প্রিয় খাবার ৷ তাঁরা ভাত ও রুটি মিশিয়েই খেয়ে থাকেন ৷ 

ভাতের সঙ্গে যেকোনও খাবার যেমন আমিষ, নিরামিষ সমান ভাবেই ভাতের সঙ্গে খেতে ভাল লাগে ৷ 

মাছ, মাংস, ডিম থেকে ফুলকপি, বাধা কপি, শুক্তো সব কিছুই ভাতের সঙ্গে অত্যন্ত প্রিয় ৷

ভাতের ইংরেজি সবাই জানেন কিন্তু অনেকেই জানেন না ভাতের ফ্যানের ইংরেজি ৷ 

এবার মগজাস্ত্রে দিন শান ৷ ভাতের ইংরেজি কী হতে পারে ভাবুন ৷ 

আরও একটু ভাবুন, পারবেন নিশ্চয়ই ৷ 

ভাতের ফ্যানের ইংরেজি হল     Rice gruel ৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন