দিনের পর দিন বাজারে নিত্যনতুন ফলের আমদানি হচ্ছে।
কোনদিন কি দেখেছেন তরমুজের বাইরেটা সবুজ আর ভেতরটা হলুদ!
মুষ্টিমেয় মানুষ ছাড়া এই তরমুজের খোঁজ এখনও পর্যন্ত বাজারে সেই রকম ভাবে কেউ পায়নি।
তরমুজ লাল তরমুজের থেকে বেশ কিছুটা বেশি মিষ্টি। সঙ্গে খাদ্যগুনেও নাকি এতে লাল তরমুজের থেকে, কিছুটা হলেও বেশি।
জাকারিয়া স্ট্রিটের দু-একটি ফলের দোকানে। সেখানে ৪৫ থেকে ৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
এক একটি তরমুজ আড়াই কেজি থেকে তিন কেজি ওজনের হচ্ছে। তরমুজগুলো ডিম্বাকৃতির।
তরমুজ লাল রঙে হওয়ার জন্য তাতে লাইকোপিন রয়েছে। যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে।
হলুদ তরমুজে প্রচুর পরিমাণে বেটা- কেরোটিন রয়েছে। যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সঙ্গে চোখের দৃষ্টি শক্তি ধরে রাখতে সাহায্য করে।
এছাড়াও হলুদ তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট ও ফাইটো কেমিক্যালস,মিনারেলস, ভিটামিন বি ৬ ও ভিটামিন সি রয়েছে।
তবে এই হলুদ তরমুজের নমুনা পাঁচ হাজার বছর আগে থেকে রয়েছে।এটি মূলত আফ্রিকা মহাদেশের বিখ্যাত ফল।
ইদানিং কালে ভারতের বিভিন্ন রাজ্যে পরীক্ষা মূলক ভাবে চাষ শুরু হয়েছে। শিশুদের জন্য হলুদ তরমুজ খুবই গুরুত্বপূর্ন ভূমিকা নিচ্ছে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন