বাইরে তুমুল ঝড়বৃষ্টি! চালানো উচিত AC

পশ্চিমবঙ্গে এসে গেছে বর্ষা৷ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এখানে ওখানে৷ বাকি সময়টা আর্দ্রতাজনিত কারণে ঘর্মাক্ত অবস্থা৷ 

একটা প্রশ্ন মনে আসতেই পারে, বিশেষত, যাঁরা প্রচণ্ড দাবদাহের অতিষ্ঠ হয়ে এবছরই নতুন এসি কিনেছেন৷ প্রশ্ন হচ্ছে বর্ষাকালেও কি সবসময় এসি চালু রাখা উচিত?

আপনার এসি উইন্ডো বা স্প্লিট বা সেন্ট্রাল সিস্টেমের হতে পারে। হালকা বৃষ্টিতে এটি চালাতে সাধারণত কোনও বিপদ হওয়ার সম্ভাবনা নেই।

 তবে, ভারী বৃষ্টি এবং ঝড়ের সময় কিছু জিনিসের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভারী বৃষ্টির পরিস্থিতিতে আউটডোর ইউনিটে যাতে সরাসরি বৃষ্টির ঝাট না আসে, পারলে সেই বন্দোবস্ত তৈরি রাখুন। 

ভারী বৃষ্টি হলে আউটডোর ইউনিটের ক্ষতি করতে পারে৷ এছাড়া, ইউনিটের কর্মক্ষমতাও প্রভাবিত হতে পারে। 

এসি সহ যে কোনও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় বৈদ্যুতিক নিরাপত্তার কথা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। 

বৃষ্টির সময় এয়ার কন্ডিশনার চালানোর কিছু ভিন্ন পরিণতি হতে পারে। যেহেতু, এটি অতিরিক্ত গরম হয়ে এর ব্রেকডাউন হয়ে হতে পারে। 

যদি টাকা এবং বিদ্যুৎ বিল বাঁচাতে চান, তাহলে বৃষ্টির সময় এসি চালানো এড়িয়ে যেতে পারেন। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন