মোদির হাত ধরে সংসদে সোনার ‘রাজদন্ড’
নতুন সংসদ ভবনে স্পিকারের আসনের ঠিক পাশেই থাকছে এই ‘রাজদন্ড’৷ জানেন এর ইতিহাস?
এই রাজদণ্ডের নাম ‘সেনগল’৷ তামিল শব্দ ‘সেম্মাই’ থেকে এর উৎপত্তি৷ যার অর্থ ‘ন্যায়পরায়ণতা’৷
চোল রাজত্বের সময় থেকেই এই ‘সেনগল’-এর ঐতিহ্য এ দেশে চলে আসছে৷ বিশেষত, দক্ষিণ ভারতে এর গুরুত্ব অপরিসীম৷
১৯৪৭ সালের ১৪ অগাস্ট রাত পৌনে ১২টা নাগাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল এই রাজদন্ড৷
নেহরুর হাতে হস্তান্তরিত করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন৷
রাজাগোপালাচারীর উদ্যোগেই তৈরি হয় ৫ ফুটের এই সোনা-রুপো নির্মিত রাজদন্ড৷ যার মাথার উপরে রয়েছে নন্দী৷
এতদিন সেই রাজদন্ড ছিল এলাহাবাদের এক মিউজিয়ামে৷ এবার তা থাকবে নতুন সংসদ ভবনে৷
এবার থেকে এই সেনার রাজদন্ড থাকবে লোকসভার অধ্যক্ষের আসনের পাশে৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন