Vidyasagar University : ছাত্র-ছাত্রীদের প্রশাসনিক পরীক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা

Bangla Digital Desk | News18 Bangla | 12:06:23 AM IST Dec 17, 2021

#পশ্চিম মেদিনীপুর- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহ শুরু হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের WBCS ও UPSC পরীক্ষার জন্য একাডেমিক দক্ষতা ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কর্মশালা। এইদিনের এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। এছাড়াও, কর্মশালায় শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডক্টর রেশমি কমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হুন্নাইয়া সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। মূলত ছাত্র-ছাত্রীদের প্রশাসনিক পরীক্ষার জন্য উদ্বুদ্ধ করা, সঠিক গাইডেন্স প্রদান সম্পর্কে ছাত্র ছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করা হয় এই কর্মশালায়।

লেটেস্ট ভিডিও