এ যেন পরিব্রাজক বাঘ। প্রায় দু’ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মধ্যপ্রদেশ থেকে এ রাজ্যের জঙ্গলমহলে এসেছিল সে। গত এপ্রিল মাসে লালগড়ের কাছে বাঘঘরার জঙ্গলে উদ্ধার হয় ক্ষতবিক্ষত হলুদ ডোরাকাটার দেহ। তার দেহের নমুনা পাঠানো হয় ফরেনসিক টেস্টে। সেই রিপোর্টে মেলা তথ্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।