IPL 2019: মাথায় বিরাট-শাস্ত্রীর পেপটক, সাফল্য না পেলেও তাই আশাবাদী শুভমান

Bangla Editor | News18 Bangla | 11:16:32 PM IST Mar 19, 2019

ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়। এক বছরের মধ্যেই বিরাটের সঙ্গে সিনিয়র দলের ড্রেসিংরুম শেয়ার। ২টো ম্যাচে সুযোগ পেয়েও নজরকাড়া পারফরম্যান্স নয়। তাতেও হাল ছাড়ছেন না শুভমান গিল। টিম ইন্ডিয়ার নতুন সদস্যের ফোকাসে এখন শুধুই আইপিএল। ভাবতে চান না বিশ্বকাপ নিয়েও। কলকাতায় নাইটদের আইপিএল মহড়ার ফাঁকেই নিউজ 18 বাংলার প্রতিনিধির সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় শুভমান।

লেটেস্ট ভিডিও