সৌরভের বায়োপিকে রণবীর? কলকাতায় এসে অভিনেতা কী জানালেন!

Bangla Digital Desk | News18 Bangla | 08:08:10 PM IST Feb 26, 2023

সিনেমহলে জোর গুঞ্জন। Sourav র বায়োপিকে কি দেখা যাবে রনবীরকে? এই আলোচনার মাঝেই শহরে ছবির প্রচারে রনবীর কাপুর। সাংবাদিকদের জানালেন, তাঁর কাছে এমন কোনও প্রস্তাব আসেনি। দাদা হলেন লেজেন্ড। তাঁকে নিয়ে বায়োপিক হচ্ছে এবং সৌরভের চরিত্রের তিনি অভিনয় করছেন, এই খবর অন্তত তাঁর অজানা। তবে, দাদার চরিত্রে অভিনয় করা তাঁর কাছে সবসময় গর্বের বলে জানালেন রনবীর।

লেটেস্ট ভিডিও