ফের কুসংস্কারের বলি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক আদিবাসী মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনায় আটক তিন।আদিবাসী পুরোহিত অঞ্জলি মান্ডির দাবি, গ্রামের ছয় মহিলার উপরে অশরীরি ভর করেছে। তার জেরে নাকি প্রাণের অনিষ্ট করতে পারে তারা। স্থানীয়দের অভিযোগ, তার নিদানেই ওই ৬ মহিলাকে ধরা হয়। এমনকী এই পুরোহিতের নির্দেশেই চলে অত্যাচার। পুলিশের দাবি, অতিরিক্ত মারধরের কারণে মৃতু্য হয় আদরমণি হাঁসদা নামে এক মহিলার। ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। বাকি মহিলাদেরও উদ্ধার করা হয়।