West Bengal Municipal Election 2022: ভোটের মুখে বিজেপি সাংসদের কথায় অবাক দলীয় কর্মীরা! যা বললেন আলুওয়ালিয়া!

Bangla Digital Desk | News18 Bangla | 01:27:08 AM IST Feb 23, 2022

#বর্ধমান : ভোটের মুখে দলের সাংসদের কথায় অবাক বিজেপির কর্মী সমর্থকরা। এমনিতেই এলাকায় না আসার অভিযোগ রয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়ার (West Bengal Municipal Election 2022) বিরুদ্ধে। তবুও পুরভোটের মুখে দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি প্রচারে নামবেন, রোড শো করবেন এমনটাই আশা করেছিলেন কর্মীরা। কিন্তু সে আশায় জল তো ঢাললেন, উল্টে কি বললেন সাংসদ আলুওয়ালিয়া?

লেটেস্ট ভিডিও