West Bengal municipal by election results: চন্দননগরে চমক দিল সিপিএম, ১৩০ ভোটে জয়ী সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

Bangla Digital Desk | News18 Bangla | 01:54:18 PM IST Jun 29, 2022

উপনির্বাচনে সবথেকে চমকপ্রদ ফল দেখা গিয়েছে চন্দননগর পুরনিগমে৷ সেখানে তৃণমূলের হাতে থাকা ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে সিপিএম৷  ভোটের আগেই বিজেপি প্রার্থীর মৃত্যুতে ওই ওয়ার্ডে ভোট বাতিল হয়ে যায়৷ এ দিন উপনির্বাচনের ফল বেরোতে দেখা যায়, ১৩০ ভোটে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়৷ এই ওয়ার্ডটি ছিল তৃণমূলের দখলে৷ ফলে শাসক দলের থেকে ওয়ার্ডটি ছিনিয়ে নিয়ে ঊছ্বসিত সিপিএম কর্মী- সমর্থকরা৷ এই জয়ের ফলে চন্দননগর পুরনিগমের দু'টি ওয়ার্ড সিপিএমের দখলে এলো৷

লেটেস্ট ভিডিও