Ghatal flood: নৌকাতেই আশ্রয়, ঘাটালে পানীয় জলের জন্য হাহাকার, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 07:58:28 PM IST Aug 03, 2021

ঘাটাল আর বন্যা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ এবারও বর্ষায় একই দুর্ভোগের মধ্যে পড়েছেন ঘাটালবাসী৷ গোটা ঘাটাল শহরই প্রায় জলের তলায়৷ বাধ্য হয়ে নৌকায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ৷ পানীয় জলের জন্যও শুরু হয়েছে হাহাকার৷ অনেক জায়গাতেই পুরসভার জলের গাড়ি পৌঁছচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷

লেটেস্ট ভিডিও