Viral Video: লোকালয়ে রাস্তার উপর হাতির দলের তাণ্ডব, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 11:55:16 PM IST Mar 31, 2023

লোকালয়ে রাস্তার উপর হাতির দলের তাণ্ডব। আতঙ্কিত গ্রামবাসী। আজ সকালে খাবারের সন্ধানে হাতির দলটি ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের ৬ নম্বর জাতীয় সড়কে তান্ডব চালায়। চাষের জমিতে দাপাদাপি হাতির দলের। বারবার এলাকায় হাতি হানা দেওয়ায় বনদফতরের উপর ক্ষুব্ধ গ্রামবাসী।

লেটেস্ট ভিডিও