Purulia : পানীয় জলের দাবিতে হাড়ি, কলসি নিয়ে পথ অবরোধ পুরুলিয়ায়, দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 07:05:28 PM IST Apr 11, 2023

Purulia : পানীয় জলের দাবিতে পথ অবরোধ পুরুলিয়ার মানবাজারে। মানবাজারের পাথরমহড়া গ্রামের মহিলারা হাড়ি, কলসি নিয়ে অবরোধ শুরু করেন। অবরোধের জেরে সকাল থেকেই দুর্ভোগ শুরু। এলাকার বাসিন্দাদের অভিযোগ গত ৪ মাস ধরে কলগুলিতে জল পড়ে না। প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে পাথরমহড়ার বাসিন্দাদের। বিডিও, এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছেন তারা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷

লেটেস্ট ভিডিও