Tulsi: তুলসি চাষে বাজিমাত দুই ইঞ্জিনিয়ার বন্ধুর ! মুর্শিদাবাদের দুই যুবক চর্চায়

Bangla Digital Desk | News18 Bangla | 09:14:03 PM IST Dec 15, 2021

নতুন কিছু করার ভাবনা থেকেই তুলসি চাষের ভাবনা আসে দুই বন্ধুর মাথায়। যেমন ভাবনা তেমন কাজ। ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরিতে না গিয়ে তাঁরা ফিরে এসেছেন নিজেদের গ্রামে। সেখানে এসে চাষ করেছেন তুলসি। যেকোনও জমিতেই তুলসি চাষ সম্ভব। তুলসির নানা ঔষধি গুণ রয়েছে। ফলে বাজারে ভাল দামে বিক্রি হয়। এই দুই যুবকের ভাবনায় উৎসাহিত হয়েছেন আরও অনেকে।

লেটেস্ট ভিডিও