Barrackpore shoot out case: সূত্র সিসিটিভি ফুটেজ, ব্যারকপুর কাণ্ডে ধৃত ২! কী ঘটেছিল সেদিন, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 04:41:18 PM IST May 26, 2023

ব্যারাকপুর শ্যুট আউট কাণ্ডে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত দু জনই এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি পুলিশের৷ ধৃতদের মধ্য সফি খান নামে একজনকে ব্যারাকপুর সংলগ্ন রহড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷ আর এক অভিযুক্ত জামসেদ আনসারিকে বীরভূমের মুরারই এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

লেটেস্ট ভিডিও