Tornado: ব্যান্ডেল, হালিশহরের পর অশোকনগরে হঠাত্ ঝড়, মুহূর্তে তছনছ বাড়ি-ঘর

Bangla Editor | News18 Bangla | 10:33:53 PM IST May 27, 2021

ব্যান্ডেল, নৈহাটি, হালিশহরের পর এবার হাবড়ার অশোকনগরে হঠাত্ টর্নেডোর মতো ঝড়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এক থেকে দুই মিনিট স্থায়ী হয়েছিল সেই ঝড়। তবে তাতেই ক্ষয়ক্ষতি হয়েছে ভালরকম। কয়েক মুহূর্তের মধ্যে বাড়ি-ঘর তছনছ হয়েছে। ইয়াস সাইক্লোনের ল্যান্ডফলের আগেরদিন, অর্থাত্, মঙ্গলবার বিকেলের দিকে হুগলির ব্যান্ডেল, নদীয়ার হালিশহর এলাকায় হঠাত্ টর্নেডোর মতো ঝড় শুরু হয়। সেদিনও এই ঝড় ক্ষণস্থায়ী হয়েছিল। তবে ঝড়ের দাপটে দোকানপাট উড়ে গিয়ে পড়ে খালের জলে। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বড়সড় সাইক্লোনের আগে এরকম পকেট টর্নেডো হওয়াটা স্বাভাবিক। সেদিন গঙ্গা থেকে ওঠা সেই টর্নেডোর ছবি, ভিডিও অনেকের মোবাইলবন্দি হয়েছিল। এদিনও অশোকনগরে অনেকে টর্নেডোর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন।

লেটেস্ট ভিডিও