CBI: ৬৫ ঘণ্টা তল্লাশি, জেরার পর অবশেষে সিবিআই-এর হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

Bangla Digital Desk | News18 Bangla | 08:13:00 AM IST Apr 17, 2023

বড়ঞা: অবশেষে গ্রেফতার করা হল তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে৷ সোমবার ভোর রাতে, প্রায় পাঁচটা বেজে ১৫ মিনিট নাগাদ জীবনকৃষ্ণকে গ্রেফতার করা হয়৷ এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷ মোবাইল খুঁজতে পাশের পুকুর তোলপাড় করে ফেলা হয়৷ একটি মোবাইল মিললেও দ্বিতীয়টির সন্ধান পায়নি তদন্তকারী সংস্থা৷ শেষে তথ্যপ্রমাণ লোপাট ও তদন্তে অসহযোগিতার জন্য গ্রেফতার করা হল জীবনকৃষ্ণকে৷

সিবিআই সূত্রে খবর মিলেছে, গ্রেফতারির পর তাঁকে নিয়ে যাওয়া হবে সিবিআই-এর দুর্গাপুেরর শিবিরে৷ সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে৷ তার পরই কলকাতা দিকে তাঁকে নিয়ে রওনা দেবেন সিবিআই আধিকারিকরা৷

লেটেস্ট ভিডিও