একটুকরো কাগজে একবিন্দু রক্ত দিলেই রক্তপরীক্ষা! যুগান্তকারী আবিষ্কার IIT খড়গপুরের

Bangla Digital Desk | News18 Bangla | 03:24:23 PM IST Aug 21, 2019

একটুকরো কাগজে একবিন্দু রক্ত ফেললেই হয়ে যাবে রক্তপরীক্ষা। ল্যাবে না গিয়েও স্মার্টফোনেই জানা যাবে রক্তে কত শর্করা বা হিমোগ্লোবিন। শুনতে অবাক লাগলেও যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে রক্ত পরীক্ষার পরিকাঠামো নেই, সেখানে এই অাবিষ্কার স্বাস্থ্য ব্যবস্থার খোলনলচে পালটে দিতে পারে বলে মনে করছেন গবেষকরা।

লেটেস্ট ভিডিও