Sunderban : বছরশেষে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের! সুন্দরবনে বাঘমামা দেখে খুশি পর্যটকরা

Bangla Digital Desk | News18 Bangla | 12:28:34 PM IST Dec 30, 2021

সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন। রয়্যাল বেঙ্গল টাইগার এর দর্শন পেয়ে খুশি পর্যটকরায সুন্দরবনের পীরখালী জঙ্গলের কাছে এই দেখা দিয়েছেন বাঘমামা। একদম নাকের সামনেই নদীতে দেখা দিলেন দক্ষিণরায়। বছরের শেষে তার দেখা পেয়ে বেড়াতে আসা সার্থক পর্যটকদের।

লেটেস্ট ভিডিও