Bird Flu| বার্ড ফ্লু আতঙ্ক! রাজ্যের সীমানায় হাঁস-মুরগি বোঝাই গাড়িতে চলছে স্প্রে, দেখুন

Bangla Editor | News18 Bangla | 03:30:24 PM IST Feb 08, 2020

বার্ড ফ্লু ঠেকাতে গাড়িতে স্প্রে৷ ভিনরাজ্য থেকে আসা গাড়িতে স্প্রে৷ রাজ্যের সীমানায় গাড়িতে স্প্রে করা হচ্ছে৷ দাঁতন জাতীয় সড়কে চলছে নজরদারি৷ নজরদারি চলছে হাঁস-মুরগি বোঝাই গাড়িতে৷ রাজ্যে আশঙ্কা নেই, দাবি চিকিৎসকদের৷ বার্ড ফ্লু রোগের কারণে ভিন রাজ্যে মৃত্যু হয়েছে মুরগি হাঁসের। পশ্চিমবঙ্গে যাতে এই আতঙ্ক এবং বার্ড ফ্লু নতুন করে না ছড়াতে পারে তার জন্য প্রশাসনের উদ্যোগে ভিন রাজ্য থেকে উড়িষ্যা বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে আসা গাড়িগুলোতে ওষুধ স্প্রে করে করার কাজ চালানো হচ্ছে।

লেটেস্ট ভিডিও