Royal Bengal tiger : গোসাবায় বাঘের ভয় অব্যাহত! সত্যনারায়ণপুরে মিলল বাঘের পায়ের ছাপ, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 04:58:18 PM IST Jan 12, 2022

গোসাবার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাঘের ভয় যেন কাটছেই না। এবার গোসাবার সত্যনারায়ণপুর এলাকায় মিলল বাঘের পায়ের ছাপ। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বনদফতর। অন্যদিকে ভোরে মথুরাকাণ্ড এলাকায় খাঁচাবন্দি করা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে।

লেটেস্ট ভিডিও