নাম না করে রাজীবের নিশানায় শুভেন্দু অধিকারী! কী লিখলেন তিনি!

Bangla Editor | News18 Bangla | 03:43:33 AM IST Jul 08, 2021

কারও নাম করলেন না। কিন্তু যেটুকু বলার বলে ফেললেন। সৌমিত্র খাঁয়ের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিশানায় শুভেন্দু অধিকারী! বিরোধী নেতাকে বলব- এমনটাই লিখে এদিন পোস্ট করেন রাজীব। তিনি লিখেছেন, বাংলার মানুষ যাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছেন, যাঁর নেতৃত্বে ২১৩ আসনে প্রার্থীদের জিতিয়েছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ করা উচিত নয়। দুর্দশা কাটাতে জ্বালানির দাম কমানোই লক্ষ্য হওয়া উচিত। রাজীবের এমন পোস্টের পর রাজ্য-রাজনীতি তোলপাড়। যদিও এই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর সমর্থনে তিনি পোস্ট করেছিলেন। তা নিয়েও বিজেপির অন্দরে অসন্তোষের সৃষ্টি হয়েছিল।

লেটেস্ট ভিডিও