corona virus btn
corona virus btn
Loading

ভোট প্রচারের নানা রূপ...জিপের ড্রাইভারের সিটে শতাব্দী, জয়নগরে চৌকিদারের সাজে বিজেপি প্রার্থী

Bangla Editor | News18 Bangla | 05:22:00 PM IST Apr 03, 2019

ভোট যত এগিয়ে আসছে ততই জনসংযোগের জৌলুস বাড়ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। জমজমাট প্রচারযুদ্ধ। প্রচারে অন্য মেজাজ আনলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। হুডখোলা জিপে র‍্যালি করার বদলে নিজেই বসলেন ড্রাইভারের সিটে। রামপুরহাট ২ নম্বর ব্লকের মাড়গ্রামে অন্য মেজাজে শতাব্দী! অভিনবত্বে কম গেলেন না জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীও। নিজেই সাজলেন চৌকিদারের সাজে। গোঁড়েরহাটের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন এই সাজেই। শ্রীরামপুরের সিপিএম প্রার্থী তীর্থঙ্কর রায়ের প্রচারে অবশ্য অন্য ছবি। কোন্নগরে সিপিএম প্রার্থীকে লাল ফুলের বন্যায় ভাসালেন স্থানীয়রা।

লেটেস্ট ভিডিও