corona virus btn
corona virus btn
Loading

হাতে লাফাচ্ছে জ্যান্ত ইলিশ নিয়ে পুলিশের সেলফি, উঠল দেদার ভিডিও, দেখুন

Bangla Editor | News18 Bangla | 03:30:29 PM IST Nov 19, 2019

ওসির হাতে জ্যান্ত ইলিশ! সমুদ্র থেকে উঠে আসা ইলিশ উঠলো দিঘা মোহনা থানার ওসির হাতে! হঠাৎই সমুদ্রের ধার বরাবর ডিউটি চলাকালীনই অবাক করা এই ঘটনা ঘটে। প্রথমে পান একটা সামুদ্রিক ট্যাংরা মাছ, পরে সমুদ্রের জ্যান্ত ইলিশের ডাঙায় উঠে আসে। যা দেখে ওসির নির্দেশ সি বিচে ঝাঁপ লাগান সঙ্গী কনস্টেবল। জ্যান্ত ইলিশের ছটপট দেখে অবাক হন সকলে। এরপর এক হাত থেকে আর এক হাত, এক পুলিশ কর্মীর হাত থেকে অন্য পুলিশ অফিসারের হাতে ঘুরতে থাকে জ্যান্ত ইলিশটি। অবাকের পাশাপাশি খুশিতেও ডগমগ হয়ে ওঠেন সকলে। চলে জ্যান্ত ইলিশ হাতে নিয়ে সেলফিও! চলে মোবাইলে ক্যামেরাবন্দী করার দৌড়ঝাঁপ!মুহূর্তেই ভিডিও হল ভাইরাল ৷

লেটেস্ট ভিডিও