?>
corona virus btn
corona virus btn
Loading

এবার অ্যাপে অর্ডার দিন ঘুগনি

Bangla Editor | News18 Bangla | 10:02:29 PM IST Jan 24, 2019

হালকা খিদে যখন-তখন! ধোঁয়া ওঠা প্লেটে প্রাণজুড়ানো তৃপ্তি। মহিষাদলের ঘুগনির এমনই কদর। যার টানে দিনভর জমজমাট থাকে মহিষাদলের ঘুগনি গলি। সময়ের চাহিদা মেনে এসেছে অ্যাপও। মোবাইলে অর্ডার করলে বাড়িতেই পৌঁছে যাবে গরম গরম ঘুগনি। সকাল হোক বা বিকেল, ভোজন বিলাসে ঘুগনির জুড়ি মেলা ভার। এই ঘুগনি নিয়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আস্ত একটা গলির নাম! ষাট বছরেরও বেশি সময় ধরে মহিলাদলের এই ঘুগনি গলির রমরমা। আট থেকে আশি, টেবিলে নানা মুখের সারি। কেউ এসেছেন প্রথমবার, কেউ বা বারবার ! ঘুগনি গলির পাশে মহিষাদল রাজ কলেজ। এছাড়াও রয়েছে একাধিক স্কুল। তাই স্কুল-কলেজ শেষে ঘুগলি গলিতে ভিড় জমায় পড়ুয়ারা। তিন পয়সার ঘুগনি এখন বারো টাকা প্লেট। সময়ের সঙ্গে দাম বদলালেও এখনও একই রয়ে গিয়েছে স্বাদ। সেই টানেই দিনভর জমজমাট থাকে ঘুগনি গলি। সময়ের চাহিদা মেনে এসেছে অ্যাপও। বাড়ি বসে অর্ডার দিলেই, পৌঁছে যাবে ধোঁয়া ওঠা গরম ঘুগনি।

লেটেস্ট ভিডিও