Video: #EgiyeBangla: রাজনৈতিক প্রচার নয়, দৃশ্যদূষণ রোধ করতে দেওয়াল জুড়ে আঁকল বোলপুর

Bangla Editor | News18 Bangla | 11:15:52 AM IST Sep 08, 2018

কোনও রাজনৈতিক প্রচারের ভিড় নেই। দেওয়াল ছেয়েছে সামাজিক বা শিক্ষামূলক প্রচারে। বোলপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে দেওয়ালগুলিতে ছবির মাধ্যমে বিভিন্ন সামাজিক প্রচার করা হয়েছে। একদিকে যেমন চোখের আরাম। অন্যদিকে স্থানীয়দের সচেতন করতেই এই উদ্যোগ। রাজ্যের অন্য জেলাগুলির কাছে দৃষ্টান্ত গড়ল বোলপুরের এই উদ্যোগ। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার। মাইকিং বা পোস্টারে নয়। ছবি এঁকে। খাতায় নয়। দেওয়ালে। কোনও দেওয়ালে আবার শিশুশ্রম বন্ধ বা নারীর ক্ষমতায়নের প্রতীকী ছবি। পথ চলতে চলতে হঠাৎই চোখে একতার বার্তা। তুলি-কলমে দেওয়ালে ঐক্যের বার্তা। কোনও দেওয়ালেই রাজনৈতিক প্রচার নেই। কোনও দলের প্রতীক নেই। ভোটাভুটির আবেদনও নেই। সব মুছে ফেলে বোলপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের দেওয়াল সেজেছে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রচারে। মূলত শিশুদের শিক্ষা দিতে ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতেই এই উদ্যোগ। হেলমেট পরে বাইক না চালালে কী ক্ষতি হতে পারে, তার ছবি এঁকে বোঝানো হয়েছে। আবার শিশু শ্রম বন্ধ করে শিশুদের স্কুলে পাঠানোর মতও ছবি আঁকা হয়েছে। বিশ্বভারতীর কলাভবনের এক প্রাক্তন ছাত্র দেওয়ালগুলিতে ছবি এঁকেছেন। একেকটি দেওয়াল আঁকতে সাতদিনের মত সময় লেগেছে। পুরসভার উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

দেওয়ালে গৌতম বুদ্ধ-র বাণী ও কবিগুরুর সহজপাঠও ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আঁকা হয়েছে শিশুদের পছন্দের কার্টুনও। স্থানীয়দের দাবি, অন্য ওয়ার্ডের দেওয়ালও এভাবেই সাজানো হোক। এলাকার সৌন্দর্যায়নে জোর দিয়েছে প্রশাসন। একইসঙ্গে সামাজিকভাবে সচেতনও করা হচ্ছে বাসিন্দাদের। দৃশ্যদূষণ নেই। দেওয়ালে দেওয়ালে রঙের খেলা। বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডে মন ভাল করা পরিবেশ । অন্য জেলাগুলির কাছেও দৃষ্টান্ত গড়ে দিল বোলপুর। এবার অন্য শহরগুলিরও সেজে ওঠার পালা।

লেটেস্ট ভিডিও