সেজে উঠছে শুশুনিয়া, পর্যটকদের অপেক্ষায় ব্যস্ত ব্যবসায়ীরা। শীতের মরশুম মানেই শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল। সেই ভিড়কে স্বাগত জানাতেই নতুন রূপে সেজে উঠছে শুশুনিয়া পাহাড়তলী। ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, সর্বত্রই চলছে সাজসজ্জার কাজ। শুশুনিয়া ঝর্ণার আশপাশে রংতুলির স্পর্শে নতুন মাধুর্য এনে দিচ্ছেন শিল্পীরা। নরসিংহ মন্দির, শিবমন্দির এবং ঝর্ণাতলার সমুদ্রমন্থন থিমের শিল্পকর্মও নতুন করে রঙিন হয়ে উঠছে।
Last Updated: December 09, 2025, 16:58 IST


