#Egiye Bangla: একঘেয়ে নয়, খেলার ছলে শিশুদের পড়াশোনা করাতে উদ্যোগী রাজ্য সরকার

Bangla Editor | News18 Bangla | 09:49:19 AM IST Nov 23, 2019

খেলতে খেলতে পড়াশোনা। একঘেয়ে নয়, খেলার ছলে শিশুদের পড়াশোনা করাতে উদ্যোগী রাজ্য সরকার। চন্দ্রকোণা দুই পঞ্চায়েত সমিতির ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চােয়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজর কেড়েছে। রঙিন ছবি ও পশুপাখির মডেল দেখিয়ে শিশুদের পড়াশোনা করানো হচ্ছে।

লেটেস্ট ভিডিও