ভোট-বঙ্গে প্রধানমন্ত্রী মোদি, কী কী বলে গেলেন?

Bangla Digital Desk | News18 Bangla | 07:57:48 PM IST Feb 22, 2021

সকালে অসমে দাঁড়িয়েও মুখে ছিল 'পশ্চিমবঙ্গাল' -এর কথা। আর বিকেল চারটেয় খাস হুগলির সাহাগঞ্জের বুকে দাঁড়িয়ে বারবার 'সোনার বাংলা'র স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভার মেজাজ আর ভিড় দেখে বক্তব্যের শুরুতেই ইদানিং বাংলা বলা প্রধানমন্ত্রী 'ঘোষণা' করে দেন, 'বাংলা পরিবর্তনের জন্য মন করে ফেলেছে। এবার আসল পরিবর্তন হবে।' স্বাধীনতা সংগ্রামের ধাত্রীভূমি কেন আজ সিন্ডিকেট রাজ আর 'তুষ্টিকরণ'-এর রাজনীতির আখড়া হয়ে উঠেছে, তা নিয়ে বিঁধেছেন মা - মাটি - মানুষের সরকারকে। দাবি করেছেন, বাংলায় বিজেপি সরকার এলে লগ্নি থেকে শিক্ষা, বাঙালির পুরনো 'গর্ব' ফিরিয়ে দেবেন তিনি। মার্চের শুরুতেই মোদির ব্রিগেড। আশা করা হয়েছিল, ভোট ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর সপ্তমে তুলবেন না প্রধানমন্ত্রী। তবে, এদিন তাঁর বক্তব্যের ঝাঁঝে স্পষ্ট হয়ে গিয়েছে, বাকি চার রাজ্যের ভোট ততটাও নয়, মোদির আসল চোখ বাংলাতেই।

লেটেস্ট ভিডিও