Video: বহরমপুরের কৃষ্ণনাথ কলেজেই শুরু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যবাহী কলেজের কী হবে, উঠছে প্রশ্ন

Bangla Editor | News18 Bangla | 09:09:57 PM IST Jul 18, 2021

বহরমপুরের কৃষ্ণনাথ কলেজেই শুরু হচ্ছে মুর্শিদাবাগ বিশ্ববিদ্যালয়। নানা মহল থেকে প্রশ্ন উঠছে, তাহলে কী হবে কলেজের? ১৮৫৩ সালে বহরমপুরে ভাগীরথীর পারে শুরু হয় এই কৃষ্ণনাথ কলেজ। দেশে তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আর তাই প্রশ্ন উঠছে এই ঐতিহ্যবাহী কলেজের কী হবে।

লেটেস্ট ভিডিও