#EgiyeBangla: বনগাঁ পুরসভার উদ্যোগে তৈরি হয়েছে মাল্টি জিম ও ব্যাডমিন্টন কোর্ট

Bangla Editor | News18 Bangla | 03:18:25 PM IST Nov 20, 2019

সুস্থ থাকতে শরীরচর্চা। হয় জিমে ঘাম ঝরানো, নয় খেলাধূলা করে ফিট থাকা। দু'য়েরই সুযোগ করে দিয়েছে বনগাঁ পুরসভা। মহিলা ও পুরুষদের জন্য তৈরি করা হয়েছে মাল্টি জিম। এছাড়াও তৈরি হয়েছে ব্যাডমিন্টন কোর্ট। ব্যাডমিন্টন শিখতেও ভর্তি হচ্ছেন অনেকেই।

লেটেস্ট ভিডিও