corona virus btn
corona virus btn
Loading

আমফান দুর্যোগ শুরু! সুন্দরবনে ত্রাণশিবিরে এক লক্ষের বেশি মানুষ

Bangla Editor | News18 Bangla | 11:48:11 AM IST May 20, 2020

আবহবিদরা বলছেন আমফান বুধবার দুপুর তিনটে নাগাদ আমফান আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপের কাছে। তার আগেই এলাকাবাসীকে সরানোর হয়েছে ত্রাণশিবিরে। সাগরদ্বীপ, গোসাবা, মাতলা, ক্যানিং, ফ্রেজারগঞ্জ ইত্যাদি অঞ্চলে এক লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অস্থায়ী ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে। প্রশাসনের তরফে খালি করা চলছে বহু এলাকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।প্রশাসনের আশ্বাস, ত্রাণশিবিরে পর্যাপ্ত খাবার ও ওষুধ রয়েছে।

লেটেস্ট ভিডিও