শোকের ঘায়ে ফের শোকের আঘাত, প্রত্যেক সন্তানের মৃত্যুতেই অনুভূত নিজের সন্তানের মৃত্যুযন্ত্রণা

Bangla Editor | News18 Bangla | 01:19:34 PM IST Feb 17, 2019

চোখের জল শুকোয়নি আজও....ছেলের ছবি আঁকড়ে আজও সান্ত্বনা খোঁজেন হিঙ্গলগঞ্জের শহিদ জয়জিৎ ঘোষের মা -বাবা।  কাশ্মীরে জঙ্গি হামলায় কোন জওয়ানের মৃত্যু এখনও নতুন করে যন্ত্রণা  দেয় .......যে ক্ষোভ প্রতিদিন অসহায়তার চাদরে ঢেকে রাখতে হয়.......পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর খবরে তাই যেন ঠিকরে বেরতে চায়।  প্রতিশোধ চায় ২০১৬ সালের ১৬-ই  অগাষ্ট কাশ্মীর সীমান্তের বারামুলায় জঙ্গি হামলায় নিহত জয়জিতের বাবা-মা ।

লেটেস্ট ভিডিও