ভাটপাড়ার গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু৷ খুনের অভিযোগ নিহতের স্ত্রীর৷ লুঠের ছক ছিল না বলেই দাবি মহিলার৷ কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যু৷ মৃত্যু গুলিবিদ্ধ বিভূতি ঘোষের৷ রবিবার রাতে ভাটপাড়ার কুতুবপুরে গুলি৷ বাড়ি ফেরার পথে বিভূতি ঘোষকে গুলি করে দুষ্কৃতীরা৷ ছিনতাইয়ে বাধা দেওয়ায় হামলার অভিযোগ ওঠে৷