Mamata in Flood: প্লাবন বিপর্যস্ত আমতায় মমতা, সড়কপথে গিয়ে হাঁটুজলে নেমে আমজনতাকে আশ্বাস

Bangla Editor | News18 Bangla | 10:54:59 PM IST Aug 04, 2021

#কলকাতাঃ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে নালিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হাওড়ার আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেও গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় মুখ্যমন্ত্রীর৷ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে নরেন্দ্র মোদিই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন৷ তখনই প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ার কারণেই রাজ্যে এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ডিভিসি-র জলাধারগুলির পলিও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না৷ ফলে, জলাধারগুলির জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷

লেটেস্ট ভিডিও