Kharagpur Death: খড়্গপুড়ে ঝড়ে মৃত ১, জাতীয় সড়কের উপর লোহার তোড়ন ভেঙে মৃত্যু

Bangla Digital Desk | News18 Bangla | 11:30:47 PM IST Apr 30, 2022

 খড়্গপুড়ে ঝড়ে মৃত ১, জাতীয় সড়কের উপর লোহার তোড়ন ভেঙে মৃত্যু। একদিকে যেমন বহু প্রত্যাশিত কালবৈশাখী গরম-রোদে তেতে পোড়া মানুষের আরাম মিলছে, অন্যদিকে স্বস্তির কালবৈশাখী-ই অনেকের কাছে অভিশাপের মতো নেমে আসল! নন্দীগ্রামে বাজ পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু! মৃত ইন্দ্রা দুরাই(৫৫) ও ছেলে মৃণাল দুরাই(৩৫)! রাতে ঝড়-বৃষ্টির সঙ্গে বাজ পড়লে বাড়ির বাইরেই মৃত্যু হয় নন্দীগ্রামের দেবিপুরের বাসিন্দা ইন্দ্রা ও মৃণালের। আহত অবস্থায় দু'জনকে নন্দীগ্রামের রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

লেটেস্ট ভিডিও